চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২ জন খুচরা বালাইনাশক সার দোকান মালিককে সার মজুদ ও সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।
গতকাল বেলা ১১টার দিকে উপজেলা সার মনিটরিং কমিটির সদস্যরা অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে নাচোল সদর ইউপির ঝিকরা গ্রামের আমিনুল ইসলামকে ১৫ হাজার টাকা এবং কসবা ইউপির এলাইপুর বাজারের নুরুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সে সাথে মজুদকৃত ৭৭ বস্তা ডিএপি এবং ৪০ বস্তা ইউরিয়া সার সরকারি মূল্যে কৃষকের মাঝে বিক্রি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ ও স্থানীয়রা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন