উখিয়ায় র্যাবের বিশেষ অভিযানে মিয়ানমারের রাখাইন স্টেটের আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের অভিযুক্ত ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি একে ২২ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল্লাহ রাজ্জাক ওরফে রাজ্জাক মাঝি, ইলিয়াছ, শাহেদ, মো. আয়াজ ওরফে আজিজুল ও সাইফুল ইসলাম। এরমধ্যে রাজ্জাক মাঝি ও আজিজুল হক রোহিঙ্গা। বাকি ৩ জন বাংলাদেশের নাগরিক। গতকাল শনিবার দুপুরে র্যাব-১৫ এর কক্সবাজার সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন