শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ২:৩১ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি জানে নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। তাই, তারা অলিগলি দিয়ে শর্টকাট রাস্তায় ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু, এ দেশে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা আর যাবে না। নির্বাচনের মাধ্যমেই তাদের ক্ষমতায় আসতে হবে।’

রোববার সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের

ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত, এতে কোনো সন্দেহ নাই। তিনিই খুনিদের বিদেশ পাঠান, পুনর্বাসন করেন। বিএনপির হাতে রক্তের দাগ, ১৫ আগস্টের রক্তের দাগ, একুশে আগস্টের রক্তের দাগ।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘নিরপেক্ষ, নির্দলীয় সরকারের কোনো সুযোগ নেই। এ ইস্যুতে কেউ আগুন সন্ত্রাসসহ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বসে থাকবে না। রাজপথে উচিত জবাব দেবে। কারাগারে বঙ্গবন্ধুর চার সহযোগী জাতীয় চার নেতাকে হত্যার পেছনে যারা জড়িত এবং যারা এর সুফল ভোগ করেছে, তাদেরও চিহ্নিত করতে হবে।’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আকতার জাহান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মাহফুজুল আলম লোটন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন