বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় বিপুলসংখ্যক সরকারি সীলমোহরসহ প্রতারক গ্রেফতার

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

খুলনায় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সরকারি অফিসের বিপুল সংখ্যক ভুয়া সীলমোহরসহ রিপন বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

এ সময় তার কাছ থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৯টি নকল সীলমোহর, ভুয়া প্রত্যয়ন পত্র ২ পাতা, নকল ওয়ারিশ কায়েম সনদ ৯ পাতা, ভূমি অফিসের পর্চা-খতিয়ান ২২ পাতা, নকল সীলমোহর ১ পাতা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত শনিবার দিবাগত রাতে তেরখাদার ভুজনিয়া এলাকা তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে খুলনার তেরখাদা থানা এলাকায় কতিপয় ব্যক্তি বিভিন্ন লোকজনের নিকট টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদ ও সীলমোহর তৈরি করে প্রতারনার মাধ্যমে জাল-জালিয়াতি করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এ তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল প্রতারক চক্রকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং অভিযান পরিচালনা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন