সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সীমান্তে মর্টারশেল ছোঁড়ার বিষয়ে মিয়ানমারকে সতর্ক করবে বাংলাদেশ

পররাষ্ট্র সচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সীমান্তে মর্টারশেল ছোঁড়ার বিষয়ে খোঁজ নিয়ে মিয়ানমারকে বাংলাদেশ সতর্ক করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় গতকাল রোববার মিয়ানমারের ছোঁড়া মর্টারশেলের বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ সীমান্তে অবিস্ফোরিত মর্টারশেল পড়ার বিষয়টি দুর্ঘটনা না-কি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে অবশ্যই সতর্ক করা হবে। তবে এটি উদ্দেশ্যমূলক হলে কি ব্যবস্থা নেয়া হবে তা খোলাসা করেননি তিনি।

পররাষ্ট্র সচিব আরও বলেন, এর আগেও সীমান্তে মিয়ানমারের মর্টারশেল পড়েছিল। তখন বাংলাদেশ কড়া প্রতিবাদ জানিয়েছিলো। রোববার বেলা সাড়ে তিনটার দিকে মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টারশেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় পড়ে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। এতে কেউ হতাহতও হয়নি। উল্লেখ্য চীনের মধ্যস্থতায় বাস্তুুচ্যত রোহিঙ্গাদের কয়েক’শ পরিবারের ১৫ শতাধিক সদস্যকে পাইলট প্রজেক্টের আওতায় রাখাইনে ফেরানোর কাজ অনেক দূর এগিয়েছে।

মিয়ানমার তাদের গ্রহণে অনাপত্তির কথা জানালেও রাখাইনে প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ ফিরে না আসায় এখনই রোহিঙ্গাদের পাঠাতে বারণ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। ঢাকার প্রত্যাবাসন প্রস্তুতির মধ্যেই মিয়ানমারের গোলযোগপূর্ণ রাখাইন রাজ্য থেকে আচমকা বাংলাদেশ সীমান্তে মর্টারশেল পড়লো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন