শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিরামপুরে বিষপানে গৃহিনীর আত্মহত‍্যা!

বিরামপুর( দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ৯:৩৫ এএম

বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের নেটাশন গ্রামের আনসার আলীর কন্যা আলপনা( ২০) স্বামীর বাড়িতে বিষ পানে আত্মহত্যা করে।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, বিরামপুর পৌর এলাকার কাজীপাড়া মহল্লার উজ্জলের সাথে আলপনা বেগমের গত দু'বছর পূর্বে বিবাহ হয়। এ সময় আলপনার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম নেয়। পারিবারিক কোলাহের কারণে গত শুক্রবার স্বামীর বাড়িতে সে বিষ পান করে। আশঙ্ক জনক অবস্থায় আলপনা বেগমকে প্রথমে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার আলপনা বেগম মারা যায়। বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টান জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্টের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান। ব্যাপারে বিরামপুর থানা একটি ইউডি মামলা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন