চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জনৈক সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।
সোমবার ২৯ আগস্ট সকাল ৮টার দিকে উপজেলা সার মনিটরিং কমিটির নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার ১নং কসবা ইউপির সোনাইচন্ডী বাজারের সার ও বালাইনাশক ব্যবসায়ী হাবিবুল্লাহকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধভাবে ১হাজার বস্তা ডিএপি সার মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রয়েব অভিযোগে এ দণ্ড প্রদানের পাশাপাশি মজুদকৃত সালের গুদামটি শীলগালা করা হয়।
পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে কৃষকের মাঝে বিতরণ করা হবে বলে উপজেলা সারবীজ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ ও স্থানীয়রা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন