শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বঙ্গবন্ধুর আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে -প্রতিমন্ত্রী পলক

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রযুক্তির অপার সম্ভাবনার সুযোগ কাজে লাগিয়ে আজ তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এই স্বপ্নের দ্বার উন্মোচিত হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণার মধ্য দিয়ে। প্রধানমন্ত্রীর ঘোষিত এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যক্ষভাবে নেতৃত্ব ও নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। ফলে খুব অল্প সময়েই বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত আজ বিশ্বব্যাপী প্রশংসিত। শনিবার সিংড়া কোর্ট মাঠে সিংড়া উপজেলা, পৌর ও গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন। প্রতিমন্ত্রী পলক আরো বলেন, প্রযুক্তির নেতিবাচক ব্যবহারের মাধ্যমে দেশবিরোধী শক্তি আমাদের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। এই অপশক্তি প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টি করে আমাদেরকে বাধাগ্রস্থ করকে চাইলেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রযুক্তি ও প্রগতির সমন্বয় ঘটিয়ে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলছি। প্রতিমন্ত্রী ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে শুধু বুকে লালন না করে কর্মের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পুরণে কাজ করতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় দেশ ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। তিনি আগামী নেতৃত্ব নির্বাচনে মেধাবী, ত্যাগী ও পরিশ্রমীদের নির্বাচিত করার জন্য কাউন্সিলরদের প্রতি আহবান জানান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, মেধাবীদের ছাত্র রাজনীতিতে আসতে হবে। তাদের কথা-বার্তা, আচার-আচরণ এবং সামাজিকতার মধ্য দিয়ে মানুষের মন জয় করতে হবে। সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়হান কবির টিটুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সুপ্রিয় কুন্ডু রাজেশ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহ্মুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ফারুক প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন