বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বরইতলী পাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছে। নিহত মংসাই মারমা কদমপ্রæ পাড়ার মৃত চিংহ্লা মং মারমার ছেলে। সে পেশায় একজন গ্রাম্য কবিরাজ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে রোয়াংছড়ি উপজেলার বড়ইতলী ও কদমপ্রæ পাড়া যাওয়ার রাস্তার মাঝখানে কে বা কারা মংসাই মারমা’কে গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছেন। বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ও রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান বলেন, একজনকে হত্যা করা হয়েছে শুনে ঘটনাস্থলে যাচ্ছি, তদন্তের পরে বিস্তারিত জানাতে পারবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন