বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাদারীপুর অবৈধভাবে সার মজুদ রাখায় জরিমানা ও কারাদন্ড

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

মাদারীপুরের সার ও বীজ ব্যবসায়ীকে অবৈধভাবে সার মজুদ রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করার অভিযোগে ৫৫ হাজার টাকা অর্থদন্ডসহ ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে মাদারীপুর ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গগনপুরের সাব ডিলার ও মস্তফাপুর বাজারের সার ও বীজের পরিবেশক জগদীশ কুন্ডু ট্রেডার্সের মালিক সদানন্দ কুন্ডুকে এই দন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্র্রেট মো. মাঈনুদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গগনপুর এলাকার ইদ্রিসুর রহমানকে ১০ হাজার টাকা ও মস্তফাপুর এলাকার সালাম হাওলাদারকে ১৫ হাজার টাকা করে ২ জন সাব ডিলার সরকারি নিয়ম না মানায় মোট ২৫ হাজার টাকা এবং মস্তফাপুর বাজারের ব্যবসায়ী ও সরকারি সার ডিলার জগদীশ কুন্ডু ট্রেডার্সের মালিক সদানন্দ কুন্ডু চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সঙ্কট সৃষ্টি করে তার গুদামে অবৈধভাবে ৮২৭ বস্তা ইউরিয়া, ডিএসপি ও পটাশ সার মজুদ করে রেখেছিল। বাজারে সার সঙ্কট দূর করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জগদীস কুন্ডুর ব্যবসায়ীর গুদাম থেকে ৮২৭ বস্তা সার জব্দ করা হয় যার বাজার মূল্য ৬ লাখ ৬৯ হাজার ৭০০ টাকা। অবৈধ সার মজুদের অভিযোগে সদানন্দ কুÐুকে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা অর্থদÐসহ ১৫ দিনের কারাদÐ প্রদান করা হয়েছে।

 

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন