শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আটঘরিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ৮:৩৩ এএম

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক কলেজ ছাত্রী অনশন শুরু করেছে।

আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে সিয়াম হোসেন (২৮) এর সাথে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভগিরাতপুর গ্রামের আব্দুল রহমানের মেয়ে শহীদ বুলবুল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছোহাদ্দো ছোয়ার (২৪) সাথে বছর খানেক ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরপর সিয়ামকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে লম্পট সিয়াম নানান তালবাহানা শুরু করে। পরে ৩০ আগস্ট সকালে সিয়ামের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অবস্থান অনশন শুরু করে ছোয়া।

এর আগে গত মাস দুয়েক আগে বিয়ের দাবিতে আমরন অনশন করলে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার সুধিজন ১৫ দিনের সময় চেয়ে মেয়েকে তার পরিবারের হাতে তুলে দেন। পরে ওই সময়ের মধ্যে কোন সারা না পেয়ে আবার বিয়ের দাবিতে প্রেমিক সিয়াম হোসেনের বাড়িতে অনশন শুরু করেছে ছোয়া।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ফোর্স পাঠিয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন