ঝালকাঠি কাঠালিয়া অটোরিক্সা চার্জ সংযোগ দিতে গিয়ে মোঃ এমাদুল (২৫) নামে একসন্তানের জনকের মৃত্যু হয়েছে। ৩১ আগস্ট বৃহস্পতিবার আনুমানিক দেড়টার দিকে উপজেলার ৬ নং আওড়াবুনিয়া ইউপির উত্তর তালগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত এমাদুল একই গ্রামের আঃ আউয়ালের পুত্র।
স্থানীয়রা জানান, এমাদুল ইজিবাইক চালিয়ে সংসার চালায়।আজ দুপুরে খালি পায়ে ভেজা অবস্হায় বাড়িতে অটোচার্জ সংযোগ দিতে যায় এবং এমাদুল বিড়দ্যুতায়িত হণে ডাক চিৎকারে প্রতিবেশীরা এবাদুলকে দ্রুত রাজাপুর স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
রাজাপুর থানা সাব ইন্সপেকটর গোবিন্দ জানান- রাজাপুর হাসপাতাল থেকে থানায় এনেছি। বাবাও আত্নীয় স্বজনদের আপত্তি না থাকায় তার বাবার হাতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এমাদুল স্ত্রী, মা,বাবা সহ ৫ বছরের একটি কন্যা রেখে যান।রাজাপুর থানায় অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন