বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

দ্রুত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করুন

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি হয়েছিল ২৩, জানুয়ারি ২০২০। আজ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি; অথচ অনেকেই শিক্ষাকতাকে মহান পেশা হিসাবে বিবেচনা করে থাকেন এবং এ পেশায় আত্মনিয়োগ করতে চান। শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্ন করার জন্য আনুপাতিক হারে শিক্ষক থাকা প্রয়োজন। অথচ, সে তুলনায় দেশে শিক্ষক খুবই অপ্রতুল। বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা ২০ লাখের উপরে এবং প্রতিবছর নতুন করে তারসঙ্গে যোগ হচ্ছে ৫-৬ লাখ শিক্ষার্থী। এর মধ্যে ৪৭ শতাংশ স্নাতক পাশ লোকই বেকার। এমতাবস্থায় ৭০ হাজার শিক্ষক নিয়োগের খবরটি খুবই আশাব্যঞ্জক। তবে শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য দক্ষ ও যোগ্য শিক্ষক প্রয়োজন। তাই অতি দ্রুততম সময়ের মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করে ৭০ হাজার শিক্ষক নিয়োগের অন্তর্ভুক্তি সময়ের দাবি। কর্তৃপক্ষের একটু সতর্ক দৃষ্টিই হতে পারে হাজারও যুবকের হতাশার মাঝে একটুখানি আশার আলো। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।

আল মামুন
শিক্ষার্থী (বি.এড), টিটিসি, ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন