শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বেনাপোলে দু’পক্ষের সংঘর্ষ পরিবহন শ্রমিক নেতা নিহত

আটক ৩

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

পূর্ব শত্রুতার জেরে বেনাপোল পোর্ট থানা এলাকার ৪নং ওয়ার্ডের আমড়াখালী গ্রামে গত ২৮ আগস্ট রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নুর আলম নামে এক পরিবহন শ্রমিক নেতাসহ পাঁচজন গুরুতর আহত হলে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক নেতা নুর আলম মারা যান। আহত বাকি চারজন এখনও চিকিৎসাধীন রয়েছেন। নিহত নুর আলমসহ বাকি চারজনই বেনাপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমড়াখালী গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন ভূঁইয়া জানান, আমড়াখালী গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ওই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হন। তার মধ্যে নুরআলম নামে একজন পরিবহন শ্রমিক নেতা খুলনা হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় পুলিশের অভিযানে ৩ জন আটক হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন