চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় নিহত ওঁমকার দত্ত হত্যার ঘটনায় প্রধান আসামি রঘুনাথ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রঘুনাথকে গতকাল বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। জানা গেছে, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রঘুনাথ সরকারের লোকজন বর্তমান মেম্বার ধনঞ্জয় বিশ্বাস ভোলার সমর্থক ওঁমকার দত্তকে পিটিয়ে হত্যা করে। পরদিন ৬ জানুয়ারি রাতে ওঁমকারের পিতা বাদী হয়ে রঘুনাথ সরকারসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ পূর্বে দুইজনসহ এ মামলায় তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাছান বলেন, হত্যামামলায় আসামি রঘুনাথ দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন