বরিশালে গ্রামীণ ব্যাংক গ্রাহকদের টাকা আত্মসাতের দুই মামলায় এক সাবেক কেন্দ্র ব্যবস্থাপকের ১০ বছর কারাদণ্ডাদেশসহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাভোগ দেয়া হয়েছে। মামলা দুটির ১টিতে এক লাখ এবং অপরটিতে দুই লাখ টাকা অতিরিক্ত জরিমানা করেছন আদালত। বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ দণ্ডিত একমাত্র আসামি মুহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মো. সাইফুল ইসলাম ঝালকাঠির নলছিটি উপজেলার চৌদ্দবুড়িয়া দেওপাশার মুহাম্মদ আফতার আলী সিকদারের ছেলে। বরখাস্ত হওয়ার আগে পর্যন্ত সে বরিশালের উজিরপুরের বামরাইলে গ্রামীণ ব্যাংক শাখার কেন্দ্র ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।
আদালতের পিপি বিপ্লব সাংবাদিকদের জানিয়েছেন, গ্রামীণ ব্যাংকের উজিরপুর উপজেলার বামরাইল শাখার সাবেক কেন্দ্র ব্যবস্থাপকের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক। দুটি মামলার দুই ধারায় তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন