শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিরলে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

একই সাথে ৪ সন্তান প্রসব করেছেন দিনাজপুরের বিরল উপজেলার মৌসুমী বেগম নামের এক গৃহবধূ। মৌসুমী বেগম উপজেলার ৬ নং ভাণ্ডারা ইউপির সরকারপাড়া গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে একে একে চারটি সন্তানের প্রসব করেন এই গৃহবধূ। এর মধ্যে ৩টি ছেলে ও ১টি মেয়ে। বর্তমানে চার নবজাতকসহ প্রসুতি সুস্থ রয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন। গৃহবধূ স্বামী জানান, গত ২০ আগষ্ট প্রসব ব্যাথা অনুভব করলে ওই দিনই মৌসুমীকে হাসপাতালে নিয়ে আসা হয়। কয়েক দিন হাসপাতালেই চিকিৎসা নেয়ার পরে বুধবার সকাল সাড়ে ১১ টায় সিজারের মাধ্যমে আমার স্ত্রী চারটি সন্তান জন্ম দেন। আমার স্ত্রী, নবজাতক সন্তানদেন সুস্থ্যতার জন্য আমি সকলের কাছে দোয়া চাই। স্থানীয়রা জানান, শরিফুল ইসলাম দম্পত্তির বিয়ের ১০ বছর পরে তাদের সংসারে একসাথে ৪ সন্তান জন্ম হয়েছে। এ খবর আসার পর এলাকায় খুশির আমেজ বিরাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন