শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৭দিনপর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অগ্নিদগ্ধ চিৎমরম ইউপি সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা মারা গেল

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪১ পিএম | আপডেট : ১২:৪৩ পিএম, ১ সেপ্টেম্বর, ২০২২

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা


অগ্নিদগ্ধে ৭দিনপর রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা মারা গেছেন । বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোর ৪ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
তিনি রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের ডাক্তার পাড়ার বাসিন্দা। চাকরির সুবাদে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।
উল্লেখ্য গত ২৬ আগস্ট দিবাগত রাত ৩ টার পর চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় তাঁর বাসাবাড়ীর পাশে আগুন লাগলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তিনি, তাঁর সহধর্মিণী, মেয়ে জিনিয়া সহ আরোও ৮ জন আগুনে দগ্ধ হন। এরপর তাদেরকে প্রথমে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নেওয়া হলে পরবর্তীতে তাদেরকে ঐদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন