বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ওপর গুলি করে। এতে শাওন (২৪) নামে একজন নিহত ও অনেকে আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খবর পেয়ে তাৎক্ষনিক জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান। এবং চিকিৎসার ব্যবস্থা করেন।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
এ সময়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু বলেন, জনবিছিন্ন সরকার ক্ষমতা হারানো ভয়ে পাগল হয়ে গেছে। বিএনপির শান্তিপূর্ন র্যালীতে পুলিশ গুলি দিয়ে যুবদল নেতাকে হত্যা করেছে। অনেককে আহত করেছে। এ হত্যার বদলা আমরা রাজপথেই নেবো। হামলা করে, গুলি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন