শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ৬:০০ পিএম

নাশকতা মামলায় সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুুরাদসহ বিএনপি-জামায়াতের ৪৮ নেতা কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতে এ চার্জ গঠন করা হয়।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১২ অক্টোবর দেশব্যাপী হরতাল চলাকালীন পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সোনাডাঙ্গা থানাধীন দারুল আমান মহল্লায় শেখ মোসলেম আলীর বাড়িতে সরকার উচ্ছেদ, সরকারি ধ্বংস ও নাশকতা করার বৈঠকের উদ্দেশ্যে জামায়াত শিবিরের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে সেখানকার অনেকেই পালিয়ে যায়। এ সময় কয়েকজন পুলিশের হাতে আটক হয়। তাদের কাছ থেকে জিহাদী বই, নাশকতায় উষ্কানী দেওয়া ও ক্ষতিকর কাজে উদ্বুদ্ধকরণ বই এবং জামায়াতের সদস্য সংগ্রহ ও সদস্যদের নিকট হইতে চাঁদা আদায়ের বই উদ্ধার করা হয়। ধৃত আসামিদের মধ্যে কয়েকজন আঘাতপ্রাপ্ত হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
এ ঘটনায় ওইদিন সোনাডাঙ্গা থানার এসআই সঞ্জিত কুমার মন্ডল বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ১৫ অক্টোবর সোনাডাঙ্গা থানার এস আই রহিত কুমার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন