শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বঙ্গোপসাগরে দু’টি ট্রলারসহ ৩১ ভারতীয় জেলে আটক

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের পানিসীমা থেকে ৩১ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। গতকাল বৃহস্পতিবার দুপুরে আটক ভারতীয় জেলেদের কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতরে আনা হয়।
এর আগে, গত বুধবার সন্ধ্যায় কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সমুদ্রের পশ্চিম আইএমবিএল হতে ৭৭ নটিক্যাল মাইল অদূরে বাংলাদেশের পানিসীমায় প্রবেশ করা এফভি মঙ্গল চান্দী-২৫ এবং এফভি মঙ্গল চান্দী-৩ নামক ফিশিং বোটের জেলেদের আটক ও বোট দুইটি জব্দ করে।
পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রউফ জানান, জব্দকৃত ট্রলার এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের পানিসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার দায়ে ৩১ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত দুটি ট্রলার জব্দ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন