রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শরণখোলায় অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত

বাগেরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারে ভয়াভহ এক অগ্নিকাণ্ডে ৭ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শরণখোলা উপজেলার হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দোকান গুলির প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবী করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তায় বের হয়ে ওই দোকানগুলিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। সাথে সাথে স্থানীয় ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে দোকানগুলি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, ফার্নিচার ব্যবসায়ী মো. ওহিদুজ্জামান লিটন, ফার্নিচার ব্যবসায়ী মো. মোস্তফা হাওলাদার, পাখি ব্যবসায়ী মো. ওলিউল্লাহ, গার্মেন্টস ব্যবসায়ী জাহাঙ্গীর শাহ, ওয়ার্কসপ ব্যবসায়ী মো. ওলিউল্লাহ তালুকদারের দুটি দোকান ও সালাম হাওলাদারের গুদাম।
রায়েন্দা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বাবুল তালুকদার জানান, কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। সাতটি ব্যবসা প্রতিষ্ঠানের সব কিছু পুড়ে ছাই হয়েছে। যার ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার নূরই-আলম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ও শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন