খাগড়াছড়ির পার্বত্য জেলার শুক্রবার(২সেপ্টেম্বর) সকালে গুইমারা উপজেলায় পতিপক্ষের গুলিতে ইউপিডিএফ'র এক সংগঠক নিহতের ঘটনায় হঠাৎ ঢাকা-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে যানবাহনে আগুন ও ভাংচুরসহ আবার ও উত্তপ্ত পার্বত্য জনপদ।
এ দিকে মাটিরাঙা বাইল্যাছড়িতে ব্রিজের উপরে ১টি ট্রাকে আগুন দিয়েছে ইউপিডিএফ। দুপাশে আটকা পড়েছে অসংখ্য গাড়ি। একাধিক স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে খবর পাওয়া গেছে। মাটিরাঙ্গা একটি মালবাহী ট্রাক ও রামগড় দাঁতারাম পাড়া ঢাকা কলোনী রাস্তার মাথায় ইউপিডিএফ কতৃক একটি মুরগি বাহি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে আইন-শৃংখলা বাহিনীসহ ফায়ারসার্ভিসেরর কর্মীদের সহযোগীতায় দ্রুত আগুন নিভিয়ে আনতে সক্ষম হয়। এ ঘটনায় বর্তমানে থমথম বিরাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন