শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইভিএমে ভোট হবে সুষ্ঠু, কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

যশোরে ইসি আহসান হাবিব

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসর) আহসান হাবিব খান বলেছেন, ইভিএমএ ভোট সুষ্ঠু হবে, ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। এতে কোন সন্দেহ নেই। যারা প্রশ্ন তুলছেন তারা না বুঝেই প্রশ্ন তুলছেন। গতকাল শুক্রবার সকালে যশোরের চৌগাছা পৌরসভা কার্যালয়ে হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলা কার্যক্রমের পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পরে পৌর মেয়রের কার্যালয়ে স্থানীয় শীর্ষ জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন। ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অবসর) আহসান হাবিব খান আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এর জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন করবে। ভোটকেন্দ্রে সিসিটিভি রাখা, বিএনসিসি, গার্লস গাইড রাখা ছাড়াও সাংবাদিকদের নির্বিঘ্নে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দেশি বিদেশি পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। তিনি আরো বলেন, এর থেকে আরো ভালো করে কিভাবে ভোটগ্রহণ করা যায় তেমন পরামর্শ পাওয়া গেলে প্রয়োজনে তা গ্রহণ করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, যশোর জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন