নাটোরের লালপুরে সারের যথাযথ মজুদ ও সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে সার বিক্রয় নিশ্চিতকল্পে সার বিক্রয় কেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। গতকাল শনিবার সকালে উপজেলার ওয়ালিয়াবাজারে বিসিআইসি নিবন্ধিত সার বিক্রয় কেন্দ্র পরিদর্শন করে তিনি। এসময় উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, লালপুরে চাহিদা অনুযায়ী সারের মজুদ রয়েছে। সারের কোন ঘাটতি নেই। সারের যথাযথ মজুদ, সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে সার বিক্রয় নিশ্চিতকল্পে বাজার মনিটরিং করা হচ্ছে। এছাড়াও স্টক রেজিস্টার, বিক্রয় রশিদসহ আগমনী রেজিস্টার পর্যালোচনা করা হচ্ছে। উপজেলাব্যাপি এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন