ক্ষতিপূরণসহ বকেয়া গ্রাচুইটি,অবসরপ্রাপ্তদের উৎসব ভাতা ও বকেয়া প্রভিডেন্ট ফান্ডের অর্থ প্রদানসহ চারটি দাবি আদায়ের লক্ষ্যে নাটোর সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিলের প্রধান ফটকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির অধীনে সারা দেশব্যাপী এই কর্মসূচির ডাক দেয়া হয়।
এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কর্মচারি ও কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রামানিক। পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু। সমাবেশে থেকে আগামী অক্টোবর মাসের মধ্যেই ৩৮৫ জন কর্মকর্তা কর্মচারীর প্রায় ৪০০ কোটি টাকার বকেয়া পাওনাদি পরিশোধ করার দাবি জানানো হয়। দাবি মেনে না নিলে বৃহত্তর কর্মসূচির হুমকি দেন উপস্থিত বক্তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন