রাজশাহী ব্যুরো : স্কেলভুক্ত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে কলম বিরতি ও কর্মবিরতি পালন করেছে এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নকল নবিসরা জেলা ভূমি অফিসের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে। স্কেলভুক্ত করার দাবিতে এ কর্মসূচিতে রাজশাহীর সকল নকল নবিস অংশ নেন। এতে সভাপতিত্ব করেন জেলা এক্সট্রা মোহরা এসোসিয়েশনের সভাপতি শেখ ফরিদ। বক্তব্য দেন, সংগঠনের রাজশাহী বিভাগের সভাপতি কায়সার হামিদ মাহিন, জেলার যুগ্ম সম্পাদক আয়াল কবির, সাংগঠনিক সম্পাদক শামসুল হক প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন