স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন স্কীমসমুহের অগ্রগতি পর্যালোচনা ও গুনগত মান নিশ্চিতকরণে চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী দপ্তর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী।
সভায় কুমিল্লা জেলার ১৭ উপজেলার উপজেলা প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট উন্নয়নমূলক কাজের ঠিকাদাররা অংশগ্রহণ করেন। সভায় ঠিকাদাররা উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তাদের সমস্যা তুলে ধরেন। এসময় নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী তার বক্তব্যে উন্নয়ন কাজের সমস্যা উত্তরনের দিক নির্দেশনা দেন।
সভায় এলজিইডি কুমিল্লা দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীবৃন্দ ও বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন