শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টাঙ্গাইলে রাইস মিলের ছাদ ভেঙে তিন শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১১:২০ এএম

টাঙ্গাইলে গোপালপুরে একতা রাইস মিলের চাল প্রক্রিয়াকরণ করার সময় সাইলোর ছাদ ভেঙে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাত ১০টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল এলাকার একতা রাইস মিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে আরও চার শ্রমিক আহত হয়েছে।

নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার পাচগাছি ইউনিয়নের বাচ্চু মিয়ার ছেলে আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম। তারা সবাই ওই রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতো।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশারফ হোসেন জানান, একতা রাইস মিলে শ্রমিকরা কাজ সময় সাইলোর ছাদ ভেঙে তাদের উপরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে দু’জননের মৃত্যু হয়। আহত হয় আরও পাঁচজন। আহতদের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন