কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুর-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন ‘যুবকরাই একটি দেশের উন্নয়নের মূল শক্তি। যে দেশে যুবকদের সংখ্যা বেশি সে দেশে উন্নয়নের গতিও তত বেশি। আর বাংলাদেশে এখন ৬০ পারসেন্ট তরুণ প্রজন্ম রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য বড় পাওয়া। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রেী শেখ হাসিনা দেশের যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নে দ্রæত এগিয়ে যাচ্ছে। তবে যুবকদের মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। গত শনিবার বিকেলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে কালকিনি পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পৌর মেয়র এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক মিয়াজ উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন ও ইউএনও শাম্মী আক্তার। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন