যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় ভার্জিনিয়ার নরফোক শহরে গত শনিবার এক বন্দুকধারীর গুলিতে ২ ব্যক্তি নিহত ও অন্য ৫ জন আহত হয়। মার্কিন পুলিশ গতকাল (রোববার) এ তথ্য জানায়।
স্থানীয় পুলিশের ভাষ্যমতে, হত্যাকাণ্ড ঘটে স্থানীয় অ্যাল্ডার ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়ের কাছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার নারীসহ সাত ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পথে তাদের দু’জন মারা যান। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
নরফোক পুলিশ নিহত দু’জনের পরিচয় প্রকাশ করেছে। তারা হচ্ছেন, জ্যাব্রে মিলার (২৫), এবং অ্যাঞ্জেলিয়া ম্যাকনাইট (১৯)। নরফোক স্টেট ইউনিভার্সিটি বলেছে যে, গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র - তবে কতজন বা তারা বেঁচে গেছে কিনা তা নির্দিষ্ট করেনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ‘বন্দুক সহিংসতা গবেষণাকেন্দ্রের’ সর্বশেষ তথ্য অনুসারে, চলতি বছর দেশটিতে বন্দুক সহিংসতায় এরই মধ্যে ৩০ হাজার প্রাণ হারিয়েছেন। আর এসময় অন্তত চার ব্যক্তি নিহত হয়েছেন—এমন গোলাগুলির ঘটনা ঘটেছে ৪৫৮টি। সূত্র: সিএনএন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন