রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রথম মৃত্যুবার্ষিকী

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ হাফেজ ক্বারী মাওলানা মোজাম্মেল হকের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর ৫ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। তিনি ১৯২৯ইং সনের ১০ জানুয়ারি বরিশালের ঝালকাঠী জেলার নবগ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা গ্রহণের পর ১৯৪৭ সনে শর্ষীনা আলিয়া মাদরাসা থেকে হাফেজি সনদ গ্রহণ করেন। একই বছর উচ্চতর পড়াশুনার জন্য ভারতের দিল্লি গমন করেন এবং দেওবন্দ মাদরাসা থেকে ১৯৫১ সনে ও ১৯৫৫ইং সনে যথাক্রমে ক্বারিয়ানা সনদ ও দাওরায়ে হাদিস সার্টিফিকেট গ্রহণ করেন। দেশে ফিরে তিনি কর্মজীবনে প্রথমে বরিশাল মাহমুদিয়া মাদরাসায় শিক্ষকতা শুরু করেন এবং সেই সাথে বরিশাল জেল গেইট মসজিদে ইমাম নিযুক্ত হন। ১৯৬৬ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রিয় জামে মসজিদ নির্মাণ হলে তাকে ইমাম নিযুক্ত করা হয়। তিনি দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশ বেতার ও টেলিভিশনে ধর্মীয় অনুষ্ঠান পথ ও পাথেয় এবং জীবনের আলো অনুষ্ঠান পরিচালনা করেন এবং সেহরি ও ইফতারের মুনাজাত পরিচালনা করেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে তিনি কোরআনের তাফসির পেশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন