শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টাঙ্গাইলে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৭ সদস্য আটক

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০১ এএম

টাঙ্গাইলে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসিত এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক প্র্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় অপহৃত রাজমিস্ত্রির শ্রমিক আব্দুর রহিমকে উদ্ধার করেছে র‌্যাব। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রাজমিস্ত্রির শ্রমিক আব্দুর রহিম কাজের সন্ধানে গত রোববার সকালে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসলে একজন অপরিচিত ব্যক্তি রাজমিস্ত্রির কাজের কথা বলে পুরাতন বাসস্ট্যান্ডের একটি অপরিচিত বাসায় নিয়ে যায়। সেখানে আসামিসহ ওই বাসায় পূর্ব থেকে অবস্থান করা অন্যান্য আসামিরা সবাই মিলে শ্রমিক আব্দুর রহিমকে ভয়ভীতি প্রদর্শনসহ মারধর করে।

এসময় তার কাছে থাকা নগদ ৩ হাজার টাকা অপহরণকারীরা ছিনিয়ে নেয়। এ সময় আসামিরা আরও এক লাখ বিশ হাজার টাকা বাড়ি থেকে এনে দেওয়ার জন্য চাপ দেয়। অন্যথায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তারপর আসামিরা সকলে শ্রমিক আব্দুর রহিমকে মোটরসাইকেল যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং দুটি বিকাশ নম্বর দিয়ে টাকা আনার জন্য শ্রমিক আব্দুর রহিমকে বাড়িতে ফোন করতে বলে। এ সময় শ্রমিক আব্দুর রহিম তার ছোট ভাইকে ফোন করেন। ফোন কল পেয়ে তার ছোট ভাই আব্দুর রাজ্জাক র‌্যাবকে অবহিত করেন।
পরে গতকাল ভোরে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে টাঙ্গাইল শহরের বাজিতপুর সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি আম গাছে রশি দিয়ে হাত বাধা ও একটি গামছা দিয়ে চোখ বাঁধা অবস্থায় রাজমিস্ত্রির শ্রমিক আব্দুর রহিমকে উদ্ধার করেন। এ ঘটনায় ৭জনকে আটক করা হয়। আটককৃত আসামীরা হলো- আব্দুল মান্নানের ছেলে জামিল হোসেন সাগর, হাবিবুর রহমানের ছেলে শাকিল আহম্মেদ হৃদয়, আলমগীর হোসেনের ছেলে লাবিব খান, ফজলুল হকের ছেলে রাকিবুল ইসলাম, আবু তাহেরের ছেলে হৃদয় আহম্মেদ, এবাদত হোসেনের ছেলে বাধন, মোস্তফা কামালের ছেলে রাব্বি খান। অপহরণকারী চক্রের সকলের বাড়ি শহরের থানাপাড়া, গাড়াইল ও আদি টাঙ্গাইল এলাকায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন