শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সাংবাদিক ফারুকের পরিবারকে ৪ লাখ টাকার চেক প্রদান

প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের স্মরণসভায় তাঁর পরিবারের কাছে ডিআরইউ’র গ্রæপ বীমার ৪ (চার লাখ) টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) দুপুরে ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত আব্দুল্লাহ আল ফারুকের স্মরণসভায় তাঁর স্ত্রী পারভীন আক্তারের কাছে বীমার চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কল্যাণ সম্পাদক জিলানী মিল্টন, সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, কুদরত-ই খোদা, সানলাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কেরামত আলী ও আব্দুল্লাহ আল ফারুকের স্ত্রী পারভীন আক্তার। স্মরণসভায় ডিআরইউ সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, দপ্তর সম্পাদক মেহদী আজাদ মাসুম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হালিম মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য ওসমান গনি বাবুল, শেখ মাহমুদ এ রিয়াত ও মো. মহসিন হোসেন উপস্থিত ছিলেন।
গত ১২ ডিসেম্বর ২০১৫ দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর কাকরাইল মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল ফারুক নিহত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন