জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আজ ১৮৭ জন বীর মুক্তিযোদ্ধার হাতে স্মার্টকার্ড ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত স্মার্টকার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সামছুল আলম দুদু।
উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, সহকারি কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন প্রমুখ।
অনুষ্ঠানে পাঁচবিবি উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ এলাকা ও পৌর এলাকার ১৮৭ জন বীর মুক্তিযোদ্ধার হাতে স্মার্ট কার্ড ও সনদপত্র তুলে দেওয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন