খুলনা মহানগরীর ৭নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক, নগর ছাত্রদলে সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক ও বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ শাহেদ এবং তার ম্যানেজার রফিককে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাত ৯টায় খুলনা বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ দু’জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলি রিয়াজ শাহেদের হাতে ও রফিকের পিঠে বিদ্ধ হয়েছে।
দুর্বৃত্তরা কারা ও কী কারণে তাদের উপর গুলি চালিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। ব্যাবসায়িক কারণে নাকি রাজনৈতিক কারণে হামলার ঘটনা ঘটেছে, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানান দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন