গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্রেণি পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের জিম্মি করে মানববন্ধন ও সড়ক অবরোধ করার ঘটনায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঃ মাহমুদ হোসেন ম-ল বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম শহীদকে শোকজ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এতে বলা হয়, গত ৩০ আগস্ট স্কুলে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে রাস্তায় মানববন্ধন করা শিক্ষা কার্যক্রমের পরিপন্থী। উক্ত মানববন্ধন ও সড়ক অবরোধের খবর দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এবং জেলা শিক্ষা অফিসারের পরামর্শক্রমে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী সাত কার্যদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঃ মাহমুদ হোসেন ম-ল আরো বলেন, 'শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করার সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন