শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করুন

বাংলাদেশ ইসলামিক পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪০ পিএম

উন্নত বিশ^ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইভিএম ব্যবহার থেকে সরে এসেছে। ইভিএম প্রকৃত অর্থেই ক্ষতিকর। বাংলাদেশে বিগত নির্বাচনগুলোতে জনমনে এই যন্ত্রটি আস্থাহীনতা ও অবিশ^াস সৃষ্টি করেছে। দিনের ভোট রাতে হয়েছে। ইভিএম এর কারণেই সেটা সম্ভব হয়েছে। এই যন্ত্রটি নিয়ে দেশবাসীর তিক্ত অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী, মহাসচিব অ্যাডভোকেট মো. আবুল কাশেম ও সিনিয়র ভাইস চেয়ারম্যান এজাজ হোসেন এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলোর সাথে সিইসি এর সংলাপে সরকারি দল এবং আওয়ামী সুবিধাভোগী ছাড়া সকল দলই ইভিএম এর বিরুদ্ধাচারণ করেছেন। সাধারণ জনগণও চান না ইভিএম ব্যবহার হোক। তারপরও যদি সিইসি ইভিএমকে জনগণের উপর চাপিয়ে দিতে চায়, তাহলে এর ফলাফল শুভ হবে না। জনতাররোষে সিইসিকেই হয়তো বিদায় নিতে হতে পারে। ১৫০ আসনে কেন, ১ আসনেও জনগণ ইভিএম মেনে নিবে না। ব্যালটে ভোট হলে নির্বাচন কমিশনের আপত্তি কেন? জনগণ জানতে চায়। অবিলম্বে ইভিএম এ ভোট গ্রহণের সিদ্ধান্ত বাতিলের জন্য বাংলাদেশে ইসলামিক পার্টির নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের প্রতি উদ্ধাত্ত আহ্বান জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন