শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ৪:৩৭ পিএম

ঢাকা জেলার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম গোলাপকে (৪১) কুপিয়ে জখম করেছে দুবৃত্তরা।
আজ সোমবার সকালে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আমিনুল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে তিনি বাসা থেকে বের হয়ে হিজলা স্কুলের সামনে গেলে তাজউদ্দিন সরকার, দেলোয়ার, আবুল হোসেন, আরিফ, তাহেরসহ ৭-৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় একজন চাপাতি দিয়ে তার মাথায় কোপ দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

আমিনুলের ভাতিজা শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, হামলার সময় চাচাকে স্থানীয়রা বাঁচাতে এগিয়ে গেলে তাদের মধ্যেও কয়েকজন হামলার শিকার হন। একপর্যায়ে এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। পরে চাচাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথার আঘাত গুরুতর।

কেরানীগঞ্জ মডেল থানার অপারেশন অফিসার উপ পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন জানান, আমিনুল ইসলাম নামে এক মেম্বারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন