শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

নিজস্ব পরিবহন চাই

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী কুষ্টিয়া এবং ঝিনাইদহ শহরে থাকার কারণে তাদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস এবং ভাড়া করা গাড়ি রয়েছে। এই পরিবহন ক্ষেত্রে কিছু বৈষম্য রয়েছে। শিক্ষকদের জন্য আলাদা গাড়ি আছে এটা গ্রহণযোগ্য। কিন্তু যেখানে শিক্ষার্থীদের গাড়িগুলো ত্রুটিযুক্ত এবং অধিকাংশই ভাড়া বাস, সেখানে কর্মকর্তা-কর্মচারীদের দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভালো গাড়িগুলো। আবার শিক্ষার্থীদের পরিবহনে কর্মচারীরা যাতায়াত করতে পারে, কিন্তু কর্মচারীদের পরিবহনে শিক্ষার্থীরা উঠলেই ঝামেলা করা হয়। অথচ, শিক্ষার্থীরাই হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাই শিক্ষার্থীদের প্রতি এমন অবহেলা মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত, শিক্ষার্থীদের পরিবহনের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করা। প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের ভাড়া বাসে যাতায়াতের ব্যবস্থা করে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস দেয়া। আশা করি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের এ সমস্যার সমাধান করবেন।

মো. হাসিব আহমেদ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন