শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চিরিরবন্দরে সেফটিক ট্যাঙ্কে শ্রমিককে উদ্ধারে নেমে দুইজনের মৃত্যু

দিনাজপুর অফিস : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

দিনাজপুরের চিরিরবন্দরে নির্মাণাধীন সেফটিক ট্যাঙ্কে কাজ করার সময় এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে দুই ভ্যানচালক মারা যান। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার নওখৈর গ্রামে। ভ্যানচালকরা হলো- মহিরউদ্দিনের ছেলে সাইদুল ইসলাম ও আবু তাহেরের ছেলে আব্দুল মাবুদ । তাদের বাড়ি একই গ্রামে। স্থানীয়রা জানান, গতকাল বুধবার সকালে নওখৈর গ্রামের মহির উদ্দিনের নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাঙ্কের সাটার খোলার সময় নির্মাণ মিস্ত্রি আলতাফ হোসেন অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়লে সে চিৎকার শুরু করে। সেখানে দাঁড়িয়ে থাকা তিনজন তাকে উদ্ধার করার জন্য নিচে নামে। এসময় তারাও অসুস্থ হয়ে যায়। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ভ্যানচালক সাইদুল ও মাবুদ মারা যায়। অপর দিকে আহত নির্মাণ মিস্ত্রি আলতাফ হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সে বর্তমানে আইসিইউতে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ফেরদৌস নামের একজন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। চিরিরবন্দর থানার তদন্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন