শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জ্বালানী তেল সহ সকল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ কুড়িগ্রামে বিএনপির প্রতিবাদ ও সমাবেশ অনুষ্ঠিত।

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:০০ পিএম

জ্বালানী তেল সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি,পরিবহন ভাড়া বৃদ্ধি ,অসহনীয় লোডশেডিং,ভোলা ও নারায়নগঞ্জে বিএনপি নেতা কর্মী নিহত হবার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপি
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম বাজার থেকে বিএনপি নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে পরে মোক্তারপাড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা বিএনপির উপদেষ্টা উমর ফারুক,সাবেক সহ-সভাপতি সহিরুজ্জামান সাজু,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল,যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন,সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুবার রহমান,উলিপুর বিএনপি সভাপতি হায়দার আলী মিয়া.নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি গোলাম রসুল রাজা,রাজারহাট উপজেলা বিএনপি সভাপতি আনিছুর রহমান,চিলমারী উপজেলা বিএনপির সিনিঃ সহ সভাপতি আবু হানিফা,কুড়িগ্রাম পৌর বিএনপির সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব,ফুলবাড়ি উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান,জেলা যুবদল সভাপতি রায়হান কবির,সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,জেলা কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান খলিল,জেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব,আরমান হোসেন,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, সহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন এই সরকারের লুটপাটের কারনে জ্বালানী তেল সহ সকল প্রকার দ্রব্যের দাম ঊর্দ্ধমুখী হয়েছে আর ভোগান্তি বেড়েছে জনগনের।বক্তারা আরো বলেন এটা ১৪ কিংবা ১৮ সাল নয় যে দিনের ভোট রাতে করবেন,এটা ২০২২ সাল জনগন জেগে উঠেছে।
এবার নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনের দাবি আদায় করে তবেই বিএনপি রাজপথ ছাড়বে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন