সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা ও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার মামলায় এক যুবককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত। গত বৃহস্পতিবার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান ৩টি পৃথক ধারায় ৫ বছর, ৪ বছর ও ৩ বছরের কারাদণ্ডের এ রায় ঘোষণা করেন। এছাড়াও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আর ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামী মোজাফফর হোসেন ওরফে রনি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার দন্ডপাল গ্রামের বাদশা মিয়ার ছেলে। এজাহার সুত্রে জানা যায়, রনি সেনাবাহিনীর কর্মকর্তা সেজে ভুয়া ফেসবুক একাউন্ট এর মাধ্যমে চাকুরী দেয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। অভিযোগ পেয়ে র্যাব ২০২০ সালের জুলাই মাসে হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে আটক করে। পরে বাগমারা থানায় র্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশীট প্রদান করে। স্বাক্ষী গ্রহণ শেষে আদালত রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’র ২৩ (২) ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২৪ (২) ধারায় ৪ বছর সশ্রম কারাদণ্ড ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৬ (২)ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড, ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিমাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালত রায়ে উল্লেখ করেন, পৃথক সাজা একটার পর একটা কার্যকর হবে এবং জরিমানার অর্থ প্রতারণার শিকার ব্যক্তিরা পাবেন। আসামী রনি পলাতক রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন