ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে আমদানি করা ২ হাজার ৪৯০ টন গম খালাস হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেনডেন্ট মো. সামাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আখাউড়া বন্দর সূত্রে জানা গেছে, শুল্কমুক্ত সুবিধায় আমদানিকারক প্রতিষ্ঠান প্রতি টন গম ৩৭০ মার্কিন ডলার মূল্যে ভারত থেকে কিনেছে। কাস্টমস ক্লিয়ারিংয়ের স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মোজাম্মেল হক জানান, ভারতীয় ১১৫টি ট্রাকে করে গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বন্দরে ২ হাজার ৪৯০ টন গম এসেছে। গতকাল বৃহস্পতিবার গম খালাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চালানের কার্যক্রম পুরোপুরি শেষ হয়েছে। দেশের গমের প্রচুর চাহিদা থাকায় আমদানি করা হচ্ছে। তিনি জানান, গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির পূর্বে ২ হাজার ৫০০ টন আমদানির জন্য এলসি খুলেছিল ঢাকা সাভারের ইসলাম অ্যাগ্রোবেট লিমিটেড।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন