রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চিড়িয়াখানার অভ্যন্তরে ‘বঙ্গবন্ধু নভোথিয়েটার’ স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্প গতকাল একনেকের সভায় অনুমোদিত হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একনেকের অন্যান্য সদস্যবৃন্দ এবং সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম ও কাউন্সিলরবৃন্দ। এ উপলক্ষে একটি অভিনন্দন র্যালি বের করে রাজশাহী সিটি কর্পোরেশন। বিকেলে দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীমের নেতৃত্বে র্যালিটি নগরভবন হতে শুরু হয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরভবনে এসে শেষ হয়। রাসিকের কাউন্সিলরবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে বক্তব্য রাখতে গিয়ে মেয়র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে অভিনন্দন জানিয়ে বলেন, রাজশাহী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে সকল প্রকল্প অনুমোদন করছেন। প্রধানমন্ত্রীর এ মহানুভবতার জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আর এ বিষয়ে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের আন্তরিক প্রচেষ্টায় আমরা মুগ্ধ। রাজশাহীবাসীর প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসার কারণেই তিনি মেয়রের দায়িত্বে না থেকেও বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছেন। রাজশাহীবাসী আগামী দিনে তাঁর এই আন্তরিকতার মূল্যায়ণ করবে বলে আমি বিশ্বাস করি। রাজশাহীর উন্নয়নে দলমতের ঊর্ধ্বে থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। উল্লেখ্য প্রকল্পটির অনুমোদিত ব্যয় ২শ ২২ কোটি টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন