শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ১:০০ পিএম

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রতিমন্ত্রী এক শোকবার্তায় রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে শোকার্ত ব্রিটেনের জনগণের প্রতিও সমবেদনা জানান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান প্রেরিত এক শোক বার্তায় ইনকিলাবকে এসব তথ্য জানানো হয়।উল্লেখ্য, রানি দ্বিতীয় এলিজাবেথ গতকাল (০৮ সেপ্টেম্বর) বিকেলে গ্রীষ্মকালীন আবাস স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রাখা দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন