জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় ত্রাণ কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার ‘জকিগঞ্জ উপজেলা জমিয়ত’র সার্বিক ব্যবস্থাপনায় বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার ২৫টি কওমী মাদরাসা লিল্লাহ বোর্ডিং এবং এতিমখানায় প্রায় আড়াই শত বস্তা চাল অনুদান করেন জনসেবামূলক সামাজিক সংগঠন ‘জনকল্যাণ সোসাইটি জকিগঞ্জ’।
দিনব্যাপী চাল বিতরণে প্রধান অথিতি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলার প্রধান আলেমে দ্বীন ও আধ্যাত্মিক রাহবার শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী শায়েখে বারগাত্তি। বিশেষ অথিতি হিসেবে অংশগ্রহণ করেন ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’ সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, যুগ্ন মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া সহ প্রমূখ। বিকেলে মুনশীবাজার মাদরাসায় চাল বিতরণ কার্যক্রমে সমাপনী অনুষ্ঠানে আখেরী মোনাজাত পরিচালনা করেন মুনশীবাজার মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন