শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফুলবাড়ীতে শিশু ধর্ষণ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামে এ পৈচাশিক ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে প্রতিদিনের নেয় পশ্চিম ফুলমতি গ্রামের মিন্টু মিয়ার শিশু কন্যা প্রতিবেশী পশ্চিম ফুলমতি গ্রামের মৃত বগরুদ্দিন এর ছেলে নজরুল এর বাড়িতে খেলতে গেলে কৌশলে তিনি শিশুটিকে তার থাকার ঘরে নিয়ে এসে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে তার স্বজনেরা দ্রুত ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে। এসময় ধর্ষক নজরুলকে আটক করে পুলিশে খবর দেয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, ধর্ষককে আটক করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন