শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বালিয়াকান্দিতে বড় ভাইকে পিটিয়ে আহত করেছে ছোট ভাইয়েরা

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ৮:২১ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষীণ বাড়ী গ্রামে শুক্রবার দিবাগত রাতে ভাইদের সাথে জমির বিরোধে বড় ভাইকে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করেছে আপন ছোট তিন ভাই ও ভাগনে।

আজ শনিবার বিকালে উপজেলার চরদক্ষীণবাড়ী গ্রামের মোতালেব মন্ডলের ছেলে আক্কাচ মন্ডল (৩৬), বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জানান, বেশ কিছু দিন ধরে আমার ছোট ভাইদের সাথে জমির বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আমি চরদক্ষীণবাড়ী ফেরদ্দৌসের দোকান থেকে বাড়ী আসার পথে জাহাগীর হোসেনের বাড়ীর সামনে আসা মাত্র একই গ্রামের মোতালেব মন্ডলের ছেলে ও আমার আপন ছোট ভাই মোস্তফা মন্ডল (৩০), আনোয়ার মন্ডল (২৮), কাওসার মন্ডল (২৬) আমার ভাগনে আলমগীর মন্ডলের ছেলে রঞ্জু (২২), বাঁশের লাঠি ও হকিস্টিক নিয়ে আমার পথরোধ করে গালিগালাজ করে তাদের হাতে থাকা হকিস্টিক ও বাঁশের লাঠি দিয়ে আমাকে এলোপাথারী ভাবে বেদম পিটিয়ে জখম করে আটকে রাখেন। পরে থানা পুলিশের লোকজন আমাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।

এই ঘটনায় গতকাল শনিবার দুপুরে বালিয়াকান্দি থানা ৪জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন