শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নেত্রকোনায় নৌকা ডুবে ৩ জনের মৃত্যু

নেত্রকোনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

নেত্রকোনা জেলার পৃথক পৃথক হাওরে গত শুক্রবার রাতে প্রবল ধমকা হাওয়ার কবলে পড়ে নৌকা ডুবে তিন মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পুলিশের ভাষ্য মতে, শুক্রবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে হঠাৎ করে জেলার মদন, আটপাড়া ও মোহনগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবল বেগে গরম ধমকা হাওয়া বয়ে যায়। এ সময় বিভিন্ন হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবিতে তিন মৎস্য শিকারীর মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, মদন উপজেলার মাঘান ইউনিয়নের পদারপাড় নয়াপাড়া গ্রামের সওদাগর মিয়ার ছেলে রফিকুল ইসলাম নামক এক মৎস্য শিকারী শুক্রবার রাতে মান্দারকাটা হাওরের মাছ শিকার করতে গিয়ে ধমকা হাওয়ার কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হয়। পুলিশ গতকাল সকালে হাওর থেকে তার লাশ উদ্ধার করেন।

এদিকে আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের কৈলং গ্রামের জব্বার ফকিরের পুত্র দিলোয়ার হোসেন দিলু শুক্রবার রাতে গণেশের হাওরের মাছ শিকার করতে গিয়ে প্রবল ধমকা বাতাসে নৌকা নৌকা ডুবে নিখোঁজ হয়। গ্রামবাসী অনেক তল্লাশীর পর হাওর থেকে তার লাশ উদ্ধার করে।

অপরদিকে মোহনগঞ্জ উপজেলার দরুণ বানিহারী গ্রামের বজলু মিয়ার ছেলে রাসেল নামে আরো একজন মৎস্য শিকারী শুক্রবার রাতে ডিঁঙ্গাপুতার হাওরে মাছ শিকার করতে গিয়ে ধমকা হাওয়ায় নৌকা উল্টে পানিতে ডুবে নিখোঁজ হন। পুলিশ গ্রামবাসীর সহায়তায় গতকাল দুপুরে হাওরে তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করে। জেলার পুলিশ সুপার ফয়েজ আহমেদে জানান, ধমকা বাতাসে নৌকা ডুবে তিন মৎস্য শিকারীর মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন